Loading..

প্রেজেন্টেশন

২৬ অক্টোবর, ২০২১ ০৫:৩৩ অপরাহ্ণ

হাউ কাউ

গণিতের গুনিতক  বুঝানো ও অনুশীলন জন্য হাউ কাউ খেলাটি খুবই কার্যকর।

খেলাটিতে শিক্ষার্থীরা বড় বৃত্ত করে দাড়িয়ে ১হতে পর্যায়ক্রমে গণনা শুরু করবে। প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিব কোন কোন সংখ্যার জন্য খেলব এবং কত সংখ্যা পর্যন্ত খেলব। সে ক্ষেত্রে ৩ ও ৫ নিয়ে খেলার সময় প্রথম শিক্ষার্থী ১ বলবে, পরের শিক্ষার্থী ২ বলবে, তার পরের শিক্ষার্থী ৩ না বলে হাউ বলবে, তার পরের জন  ৪ বলবে, তার পরের জন ৫ না বলে কাউ বলবে। এভাবে চলতে থাকবে। পরবর্তীতে যে শিক্ষার্থীর কাছে ৩ ও ৫ এর উভয়ের গুনিতক আসবে সে হাউ কাউ একসাথে বলবে।

গণিত ভীতি দূর করার জন্য খেলার মাধ্যমে আনন্দের সাথে গণিতের তাত্ত্বিক বিষয়গুলো উপস্থাপন করা যেতে পারে।