Loading..

উদ্ভাবনের গল্প

০১ নভেম্বর, ২০২১ ০৭:৪৫ অপরাহ্ণ

সুস্থ দেহ সুস্থ জীবন

আমি ফারহানা পারভীন জুঁই,সহ:শিক্ষক চর ভেদুরিয়া-১সপ্রাবি।

কোভিড১৯ সময়ে শিক্ষার্থীরা গৃহবন্দী ছিল।তাদের মানসিক ও শারীরিক বিকাশ ব‍‍্যাহত হয়েছে।বিদ‍্যালয় খুলে দেয়ার পর ও তারা একরকম বন্দী।তাই তাদের শারীরিক বিকাশ সাধনে "সুস্থ দেহ সুস্থ মন ভালোবাসি আমার ভুবন" এ স্লোগান সামনে রেখে শিক্ষার্থীদের প্রতি বৃহস্পতিবার খেলাধুলার আয়োজন করি।দেশীয় খেলার সাথে পরিচিত করি।

এতে শিক্ষার্থীরা আনন্দ লাভ করে।তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।