Loading..

উদ্ভাবনের গল্প

০১ নভেম্বর, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ

শিক্ষাদানেঃ সংকটে নেতৃত্বে শিক্ষকের ভূমিকাঈ মুখ্য,

///শিক্ষাদানেঃ সংকটে নেতৃত্বে শিক্ষকের ভূমিকাই মুখ্যঃ আমি মোঃ আল আমিন হক, সহকারী শিক্ষক, গোয়ালপাড়া উচ্চবিদ্যালয় ঠাকুরগাঁও, সদর ঠাকুরগাঁও, আমার এক্টিভিটি, সেরাকন্টেন্ট নির্মাতা ২০১৬, এবং জেলা অ্র্যাম্বাসেডর ২০১৭,২/// ১৯৯৩ খ্রিষ্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনোস্কর ২৬ তম সাধারন সভায় ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়, সেই অনুযায়ী জাতিসংঙ্গএর অঙ্গসংস্থা ইউনোস্কোর উদ্যোগে ১২৯৯৪ সালের ৫ই অক্টোবর প্রথম বিশ্বশিক্ষক দিবস পালিত হয়, যা আজো পর্যন্ত পালন করা হচ্ছে।৩///বিশ্বব্যাপী করোনা করোনার কারণে  বিপর্যস্ত শিক্ষাব্যবস্থার বিষয়টিকে বিবেচনায় রেখে ২০২১ সালে বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন করা হচ্ছে বিশেষ প্রতিপাদ্যের ভিত্তিতে : ‘শিক্ষকরা শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে’- ‘টিচার্স অ্যাট দ্য হার্ট অব এডুকেশন রিকভারি