Loading..

উদ্ভাবনের গল্প

০৪ নভেম্বর, ২০২১ ০৮:২০ অপরাহ্ণ

শিখন-শেখানো কার্যক্রমে জীবন দক্ষতা

জীবন দক্ষতা   

মানুষের আচরণিক পরিবর্তনই হলো শিক্ষা। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়া তাকে বলে জীবন আর পূর্ব অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানোর যে প্রক্রিয়া তা হলো দক্ষতা

জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা,  পদ্ধতি বা কৌশল যা কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে যেমন; সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন ঝুঁকি মোকাবেলা এবং এর মধ্য দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা জীবনে এসব কৌশল কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন গড়ে তোলা সহজ হয় 
 জীবন দক্ষতা হচ্ছে মনোসামাজিক দক্ষতা, যা আমাদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে ও সমস্যা মোকাবেলা করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে সাহায্য করে। এই দক্ষতাকে কখনো কখনো ব্যক্তিগত দক্ষতা, সামাজিক দক্ষতা, মানসিক দক্ষতা বা আবেগিক দক্ষতা নামেও অভিহিত করা হয়

জীবন দক্ষতার উপদানগুলিকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন-(১) আত্মসচেতন মূলক দক্ষতা (২) সহমর্মিতার দক্ষতা (৩) অন্ত:ব্যক্তিক দক্ষতা (৪) আন্ত:ব্যক্তিক দক্ষতা (৫) যোগাযোগ দক্ষতা (৬) চিন্তনদক্ষতা (৭) সমস্যা সমাধান দক্ষতা (৮) সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা (৯) চাপ মোকাবিলার দক্ষতা (১০) আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা। মূলত এই দশটি উপাদানের ওপর ভিত্তি করে জীবন দক্ষতামূলক শিক্ষা নিয়ন্ত্রিত। শিক্ষার্থীদেরকে পুরোপুরিভাবে দক্ষ করে তোলার জন্য এই দশটি উপাদানের ভূমিকা মূখ্য হিসেবে কাজ করবে।