Loading..

খবর-দার

০৯ নভেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ণ

বর্ধিত ভাড়ার চার্ট মঙ্গলবার সারাদেশে বাস এবং টার্মিনাল কাউন্টারে যাবে: বিআরটিএ

বাংলাদেশে বাসের বর্ধিত ভাড়ার তালিকা বা চার্ট নিয়ে দিনভর ভোগান্তির অভিযোগের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলেছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে নতুন ভাড়ার চার্ট দেয়া হবে।

বিআরটিএ'র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বিবিসিকে বলেছেন, বাসের বর্ধিত ভাড়ার চার্ট আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বাসে এবং টার্মিনালের কাউন্টারগুলোতে থাকবে।

ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ ব্যাখ্যা করে মি: মজুমদার বলেছেন, রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

সোমবার তারা বাস ভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন। তিনি বলেন, ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।

ভাড়ার চার্ট বা তালিকা নিয়ে দিনভর ভোগান্তি

বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে।

তারা অভিযোগ করেছেন, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে।

ঢাকার মহাখালী এবং ফার্মগেট এলাকায় অনেক যাত্রী অভিযোগ করেছেন, মিরপুর থেকে গুলিস্তান বা মতিঝিলের ভাড়া এখন ৩৫ টাকা নেয়া হচ্ছে, যা আগে ছিল ২৫ টাকা।

আর অল্প দূরত্বের রুটগুলোতে দশ টাকার ভাড়া পনেরো টাকা বা পনেরো টাকার ভাড়া বিশ টাকা- এভাবে অনেক বেশি ভাড়া নেয়া হচ্ছে।

ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের একজন কর্মী রিজিয়া সুলতানা, যাকে প্রতিদিনই মিরপুর থেকে মতিঝিল যেতে হয়, বিবিসি বাংলাকে তিনি বলেন, "ভাড়া বেড়ে যাওয়ায় সংসারের খরচও এখন অনেক বেড়ে গেল।"