Loading..

উদ্ভাবনের গল্প

১১ নভেম্বর, ২০২১ ০২:২৫ পূর্বাহ্ণ

#আনন্দে গণিত শিখি #ভাগের ধারণা #তৃতীয় শ্রেণি

" আনন্দে গণিত শিখি " এই বিষয়টিকে সামনে রেখে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের আনন্দের সাথে ভাগের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হাতের কাছে পাওয়া একেবারেই সহজলভ্য উপকরণ ব্যবহার করেছি। সাদা কাগজ  নিয়ে মার্কার দিয়ে লিখে ভাগের  বিভিন্ন বিষয়ে  ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীরা লেখার কাজে সহায়তা করে। কাগজ ও আঠা দিয়ে টুপি বানিয়ে মাথায় পরে। এবং যার টুপিতে যা লেখা তাই মজার ছলে পড়তে থাকে। সকলে মিলে আনন্দের সাথে খেলার ছলে ভাগের ধারণা পায়। খেলার ছলে আনন্দের সাথে শিক্ষার্থীরা যে বিষয় শেখে তা সহজে ভোলেনা। শিক্ষার্থীদের শিখণ  আনন্দঘণ ও স্থায়ী করতে  আমি এই উদ্ভাবণী ভাবনাটি চিন্তা করি। আশা করি এভাবে খেলার মাধ্যমে আনন্দের সাথে গণিতের বিভিন্ন বিষয়ে ধারণা দিলে তা সহজেই শিক্ষার্থীরা বুঝতে পারবে এবং তাদের গণিত ভীতি দূর হবে।