Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ নভেম্বর, ২০২১ ০৩:২৬ অপরাহ্ণ

আত্নকর্মসংস্থানের উপায়-১

আমি আলোচনা করবো কিভাবে বসত ভিটায় ও পতিত জমিতে সবজি চাষ করে করে আমরা নিজেই নিজের কর্মসংস্থান করতে পারি।  এই দ্রব্য মূল্যের ঊর্ধ গতি হতে আমরা  বাঁচতে পারি ও দ্রব্য মূল্যের দাম কমাতে পারি। আমরা প্রত্যেকে নিজের বাড়ির আশেপাশে, বাড়ির ছাঁদে, প্লাট বাড়ির বারান্দায় ও ছাঁদে, বাড়ির পাশের পতিত জায়গায় সবজি চাষ করতে পারি। এই চাষে আমাদের বাড়ির সদস্যদের কাজে লাগাতে পারি । বাড়ির সব সদস্যদের নিয়ে মিলেমিশে ,সবাই সমান পরিশ্রম করে, যার যার নিজের এক্সট্রা টাইমটা কাজে লাগাতে হবে। টবে, হাপ কাটা ড্রামে, পরিত্যক্ত বালতিতে, বোতলে, বস্তায় মাটি ভরে সেতায় মরিচ, বেগুন, পেয়াজ, রসুন, আদা, ধনে পাতা গাছ, টমেটো , মিষ্টি কুমড়া, লাউ, শশা, পুই শাক ইত্যাদি সবজির চাষ করতে পারি।  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি