Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ নভেম্বর, ২০২১ ১২:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার।

শ্রেণি-ষষ্ঠ, বিষয়: আইসিটি, সুপার কম্পিউটার, অধ্যায়- ২য়।

চীনের বিজ্ঞানীরা নতুন একটি সুপারকম্পিউটার তৈরি করেছেন, যার মাধ্যমে ৮ বছরের হিসাব ৭২ মিনিটে করা সম্ভব। এটাকে বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপারকম্পিউটার হিসেবে দাবি করছে তারা।

চীন বলছে তাদের সুপারকম্পিউটার আরও বেশি শক্তিশালী। ৬৬ কিউবিটের এই সুপারকম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘জুশংসি’।

সাধারণ বা ‘ক্ল্যাসিক্যাল’ কম্পিউটারে যেটা ‘বিটস’ সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে ‘কোয়ান্টাম বিটস’ বা ‘কিউবিটস’।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি