বঙ্গবন্ধুর জীবনে শিক্ষকের মর্যাদা
নিজের শিক্ষক ছাড়াও বঙ্গবন্ধু সমগ্র শিক্ষক সমাজকে শ্রদ্ধার চোখে দেখতেন। এসবের
প্রমাণ পাওয়া যায় তার বিভিন্ন রাজনৈতিক সংগঠন , মন্ত্রীসভা , বিভিন্ন বিভাগ , কমিশন
ও কমিটিতে দেশের খ্যাতিমান এবং প্রথিতযশা শিক্ষক ব্যক্তিত্ব যেমন অধ্যাপক রেহমান সোবহান
, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আবুল ফজল , অধ্যাপক সৈয়দ আলী আহসান , অধ্যাপক আজিজুর
রহমান মল্লিক , অধ্যাপক কবীর চৌধুরী , শিল্পাচার্য জয়নুল আবেদিন , অধ্যাপক শিল্পী কামরুল
হাসান , অধ্যাপক শিল্পী হাসেম খান প্রমুখ ব্যক্তিবর্গের নিয়োগ ও অন্তর্ভূক্তি। বঙ্গবন্ধু
সর্বজন শ্রদ্ধেয় এসব শিক্ষকের জ্ঞান ও কর্মকে দেশ ও জাতির কল্যাণে লাগিয়েছেন।

মতামত দিন


মোহাম্মদ বাবুল হোসেন
পরম শ্রদ্ধাস্পদেষু বাতায়ন প্রেমী, অনিন্দ্য সুন্দর আপনার উপস্থাপন .। .লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভকামনা ।আপনার সুপরামর্শ আমার কাজের গতিশীলতা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যয় সর্বদা নিরন্তর। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি । https://www.teachers.gov.bd/content/details/1169409

মোঃ রওশন জামিল
চমৎকার কন্টেন্ট আপলোড করে প্রিয় বাতায়নকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।।
সাম্প্রতিক মন্তব্য