Loading..

নেতৃত্বের গল্প

০২ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৬ পূর্বাহ্ণ

নবান্ন উৎসব

আসসালামুয়ালাইকুম । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক , মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । আজ আমি আমার বিদ্যালয়ে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত নবান্ন উৎসবের গল্প নিয়ে এসেছি ।  এই উৎসব আয়োজন করার জন্য আমি প্রথমে আমার সহকর্মীদের সাথে আলোচনা করি । অগ্রহায়ণ মাসের প্রথম দিনে আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্ষুদ্র পরিসরে এই উৎসব আয়োজন করি । উৎসবে নতুন ধানের চাল দিয়ে পায়েস ও অন্যান্য মজাদার খাবার রান্না করা হয় । সেদিন শিক্ষক শিক্ষার্থীরা মিলে অনেক আনন্দ ও মজা করে । মূলত আমি  শিক্ষার্থীদের বাংলার উৎসব তথা বাঙালির উৎসব সম্পর্কে ধারনা দেয়ার জন্য এই উৎসব আয়োজন করি । এতে করে শিক্ষার্থীরা আমাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে ধারনা লাভ করে । এই উৎসব আয়োজন শিশুর মনকে আনন্দ দেয় এবং শিশুর চিত্ত কে প্রসারিত করে । তাদের সুকুমারবৃত্তি গুলোর পরিস্ফুটন হয় এবং শিশুর সৃজনশীলতার বিকাশ ও উন্নয়ন হয় । এই উদ্দেশ্য কে সাথে রেখে আমি কোমলমতি শিক্ষার্থী ও  আমার সহকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি । এভাবেই শিক্ষার্থীরা আমাদের সুষ্ঠুধারার সংস্কৃতির সাথে পরিচিত হবে এবং আপন সৃজনশীলতা কে ফুটিয়ে তুলবে ।  ধন্যবাদ ।