Loading..

খবর-দার

০২ ডিসেম্বর, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ণ

আমাদের আশার আলো নতুন জাতের ধান দিবে বছরে পাঁচবার ফলন

এই ছবিটি সাধারণ ধানের নয়, আমাদের আশার আলো! 


 প্রথমবারের মতো একই গাছে এক বছরে পাঁচবার ফলন এসেছে,আলহামদুলিল্লাহ। 


একটি ধানগাছ বছরে পর্যায়ক্রমে পাঁচবার ফলন দেবে। শুনলে অবিশ্বাস্য হলেও নতুন এই ধানের জাত আবিষ্কার করেছেন মৌলভীবাজারের জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। আবিষ্কারের পর থেকেই সাড়া পড়েছে দেশজুড়ে। 


গবেষক ড. আবেদ চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে। তিনি অস্ট্রেলিয়ায় জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন।


প্রবাসে থাকলেও দেশের ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন তিনি। নিজের উদ্ভাবিত জাতের ধান উৎপাদনে জন্মস্থান কানিহাটি গ্রামের পারিবারিক জমিতে গড়ে তুলেছেন খামার। এই খামারেই নতুন উদ্ভাবিত ধান চাষ করা হয়। প্রথমবারের মতো একই গাছে এক বছরে পাঁচবার ফলন এসেছে।