Loading..

প্রকাশনা

০২ ডিসেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ণ

ডিসেম্বরের কথা

ডিসেম্বরের কথা

মো.জিল্লুর রহমান

দুপুর বেলা বসে আছি মনে অনেক ব্যাথা

বার বার মনে পড়ে শুধু ডিসেম্বরের কথা ,

মনে পড়ে যায় আমার শহীদের কথা

যাদের বুকের তাজা রক্তে পেয়েছি স্বাধীনতা ।

ডিসেম্বরে  বিজয় দিবস মহান এক মাস

 স্বাধীনতা পেয়েছি মোরা হইনি  কারো দাস ,  

দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে হয়েছি মোরা মুক্ত

তবুও মোরা পাকিস্তানের সাথে হয়নি যুক্ত ।

বাংলাদেশ স্বাধীন দেশ নেইকো তার শেষ

চোখ জুড়ায় তার প্রকৃতি দেখে আনন্দ হয় বেশ ,  

ডিসেম্বর আসলে ভাবি ৭১- এর কথা

 চোখে আসে অশ্রুজল মনে লাগে ব্যাথ্যা ।

মোঃ জিল্লুর রহমান , সহকারী শিক্ষক , বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় , তেতুলিয়া, পঞ্চগড় ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি