Loading..

ম্যাগাজিন

০৬ ডিসেম্বর, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জনপ্রিয় প্রশ্ন...; মোছাঃ মারুফা বেগম, প্রধান শিক্ষক, খগা বড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ডিমলা, নীলফামারী।

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জনপ্রিয় প্রশ্ন যা নিম্নে FAQ এর আকারে তুলে ধরা হলো

রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহন করেন?

 রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুবাড়িতে জন্মগ্রহন করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহন করে?

রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ( বাংলার ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ )

রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মাতারা নাম কি?

রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও  সারদাসুন্দরী দেবী

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি?

১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়।

 রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম কি ছিল?

রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ তাদের মধ্যে উল্লেখযোগ্য।

রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন?

 ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন ।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গীতিনাট্য কোনটি?

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গীতিনাট্য ‘বাল্মীকি প্রতিভা (১৮৮১)

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নােবেল পুরস্কার পান?

রবীন্দ্রনাথ ঠাকুর “গীতাঞ্জলি”কাব্যগ্রন্থের জন্য নােবেল পুরস্কার পান।

  (সংগৃহীত)

 

মোছাঃ মারুফা বেগম

প্রধান শিক্ষক

খগা বড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়

ডিমলা, নীলফামারী।

ইমেইলঃ [email protected]

*  ICT4E District Ambassedor

*  সেরা কন্টেন্ট নির্মাতা

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি