Loading..

খবর-দার

১২ জানুয়ারি, ২০২২ ০৩:৫৮ পূর্বাহ্ণ

" জাতির মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ই জানুয়ারি" সন্তোষ কুমার বর্মা, সহকারী শিক্ষক, ভান্ডারদহ জনতা উচ্চ বিদ্যালয়,পাটগ্রাম, লালমনিরহাট। মোবাইল নাম্বার ০১৭৬৮৯২৬৬৫৮

জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ই জানুয়ারি;বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের এক ঐতিহাসিক দিন।

৯মাস সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে তাঁর দেশে ফিরে আসার মধ্য দিয়েই বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে।

গোড়ার কথাঃ--বিশ্ব-নেতাদের চাপের মুখে  ১৯৭২ সালের ৮ই জানুয়ারি ৯মাস,১৪দিন কারাবাসের দুর্বিষহ দিনের অবসান ঘটে। পাকিস্তান কারাগার থেকে মুক্ত হন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।লন্ডন ও দিল্লি হয়ে তিনি ১০ই জানুয়ারির দুপুরে তেজগাঁও বিমান বন্দরে নামেন।তখন জনতার ঢল নামে বিমান বন্দরে,হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে সিক্ত করা হয়-তাঁকে।লক্ষ কণ্ঠে ধ্বনিত হয় 'জয় বাংলা--জয় বঙ্গবন্ধু' এ ধ্বনি প্রতিধ্বনি হয়ে প্রকম্পিত হয় দূর থেকে সুদূরে।প্রায় আড়াই-তিন ঘন্টা জনসমুদ্রে পাড়ি দিয়ে পৌঁছান রেসকোর্স ময়দানে,জাতির উদ্দেশ্যে রাখেন বক্তব্য।