Loading..

প্রকাশনা

১৬ জানুয়ারি, ২০২২ ০৭:১৪ অপরাহ্ণ

বার্ষিক পরীক্ষা-২০২১_ষষ্ঠ শ্রেণি_বিষয়ঃ বাংলা

জাগরণী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যাবীথি

বার্ষিক পরীক্ষা-২০২১

ষষ্ঠ শ্রেণি

বিষয়ঃ বাংলা

(চারুপাঠ, বাংলা ব্যাকরণ ও নির্মিতি)

সময় ১:৩০ ঘন্টা                                                            পূর্ণমান ৫০ 

[প্রত্যেক বিভাগ থেকে উত্তর দিতে হবে। ডান পার্শ্বস্থ সংখা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

(ক বিভাগঃ গদ্যাংশ)

[যেকোন দুইটি প্রশ্নের উত্তর দাও]

পল্লি প্রকৃতির কোলে বেড়ে ওঠা বিধবা মায়ের ডানপিটে সন্তান ফটিক। নতুনের আকর্ষণে সে চলে আসে কলকাতার মামা বাড়িতে। কিন্তু মামি তাকে মোটেও আপন করে নিতে পারেনি; বরং অনাবশ্যক ঝামেলা মনে করে তাকে স্নেহ থেকে বঞ্চিত করে। একদিকে প্রকৃতির টান ও মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা অন্যদিকে মামির অবহেলা, অনাদর ও তিরস্কার তার মনকে পীড়িত করে। ফলে এ পৃথিবী থেকে তাকে অসময়ে বিদায় নিতে হয়।

ক.  মিনুর বয়স কত?                                                                                     
খ.  শুকতারাকে মিনু সই মনে করে কেন?                                                            
গ.  উদ্দীপকের ফটিক ও ‘মিনু’ গল্পের মিনুর মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।                      
ঘ.  ‘ফটিক ও মিনুর পরিণতি ভিন্ন হলেও উভয়ের বেড়ে ওঠার পরিবেশ ছিল প্রতিকূল।’- উক্তিটির যথার্থতা যাচাই করো।                                                                                      

 

আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য, দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম, সেখান থেকে সেন্টমার্টিন, কী অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি । কোরাল পাথরের ছড়াছড়ি সেন্টমার্টিন এর এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে; কাঁকড়ারা দল বেঁধে আল্পনা আঁকে। সেন্টমার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত।

ক. ‘নীলনদ আর পিরামিডের দেশ’– কার লেখা?                                                      
খ.   উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন?                                            
গ.   ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায় কী? বর্ণনা করো।                                                                                                                                                                                        
ঘ.  ‘সেন্টমার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত’
এই বক্তব্য অনুসরণে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য দেখাও                                                           

৩। জাহিন ও মাহিন দরিদ্র পিতার সন্তান হলেও বড়োলোক মামার আর্থিক সাহায্যের কারণে তারা ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নদী ভাঙনের ফলে মামা আজ সর্বস্বান্ত। মামা তাদের কাছে সাহায্য চাইতে গেলে জাহিন মামাকে এড়িয়ে চলে এবং মামার অবদান অস্বীকার করে। কিন্তু মাহিন মামাকে সাহায্য করল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল। মামা তাকে দোয়া করলেন।

ক. স্বর্গীয় দূত কাকে একটি গাভিন উট দিলেন?                                                           
খ. টাকওয়ালার মনে কীরূপ দুঃখ ছিল?                                                                     
গ. উদ্দীপকের জাহিনের মনোভাবের সঙ্গে ‘সততার পুরস্কার’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রের বিশ্লেষণ করো।                                                                                                            
ঘ. উদ্দীপকের মাহিনের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা নিহিত
মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।                                                                                        

( বিভাগঃ কবিতাংশ)

[যেকোন একটি প্রশ্নের উত্তর দাও]

৪। আলিম ও জামিল দুই ভাই। প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন। বাড়ি-গাড়ি সবই করেছেন। নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে-দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন।

ক. ‘অবনী’ শব্দের অর্থ কী?                                                                                 
খ. সংসারকে সমর-অঙ্গন বলা হয়েছে কেন?                                                            
গ. উদ্দীপকের জামিল ‘সুখ’ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।                                                                                                           
ঘ. ‘আলিমের সুখ প্রকৃত সুখ নয়।’
‘সুখ’ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।          

৫।  ষষ্ঠ শ্রেণির ছাত্র রহমান বড়দিনের উৎসবে তার বন্ধু ফিলিপের বাসায় যায়। সেখানে সে দেখে, তার আরও দুই বন্ধু চক্রবর্তী ও গোমেজ এসেছে। ফিলিপের বাবা তাদের অপূর্ব বন্ধুত্ব দেখে খুবই খুশি হন। বলেন, ‘তোমরা খুবই ভালো ছেলে। তোমরা মানুষের মতো মানুষ হও। একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসো, এ পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তোলো।’

ক. জগৎ জুড়ে যে জাতি বাস করে তার নাম কী?                                                       
খ. ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’
একথা দ্বারা কী বোঝানো হয়েছে?                              
গ. রহমান, গোমেজ, ফিলিপ ও চক্রবর্তীর বন্ধুত্বে ‘মানুষ জাতি’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।                                                                                       
ঘ. “উদ্দীপকের ফিলিপের বাবার বক্তব্যই যেন ‘মানুষ জাতি’ কবিতার মূলসুর” বিশ্লেষণ করো। ৪

 


(গ বিভাগঃ নির্মিতি অংশ)

[যেকোন একটি প্রশ্নের উত্তর দাও]

৬। (ক) পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে তোমার বাবার কাছে একটি পত্র লিখ।              

    (খ) বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লিখ।

 

বহুনির্বাচনী প্রশ্ন - ১৫

১। মিনু’ গল্পে ‘গপগপা’ কিসের নাম?

   ক. কয়লার  খ. বাসনের   গ. মিটসেফের    ঘ. উনুনের

২। মিনু অবসর পেলেই কোথায় যায়?

   ক. মাঠে     খ. ছাদে       গ. হাটে           ঘ. পথে

৩। মিনু নীরবে সব কাজ করে কেন?

   ক. পিসিমার সংসারে থাকে বলে             খ. বোবা–কালা বলে 

   গ. কাজের প্রতি আগ্রহ আছে বলে            ঘ. কল্পনায় থাকে বলে

৪। মিনুর বন্ধু হলো

   i. রান্নাঘরের বাসন

   ii. চারটে গেলাস

   iii. বাড়ির পিঁপড়ে

নিচের কোনটি সঠিক?

   ক. i ii       খ. ii iii

   গ. i iii      ঘ. i, iii iii

৫। মিনু

     i.  অবসর সময়ে খেলা করে

     ii. মিটসেফটিকে শত্রু মনে করে

     iii. কুঁই কুঁই শব্দ করে আনন্দ প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?

    ক. i ii      খ. ii iii       গ. i iii         ঘ. i, ii iii

৬। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?

    ক. সুদান       খ. সৌদি আরব    গ. ইরান            ঘ. মিসর

৭। ‘ক্যারাভান’ শব্দটির অর্থ কী?

     ক. কাফেলা   খ. গাড়ি            গ. উড়োজাহাজ    ঘ. মেলা

৮। লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছল কখন?

     ক. সন্ধ্যায়     খ. বিকেলে        গ. সকালে        ঘ. ভোরে

 

 ৯। সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

     ক. ১৯০৪        খ. ১৯০৫           গ. ১৯০৮         ঘ. ১৯১০

১০। মরুভূমিতে কোন দৃশ্যটি লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে?

     ক. সুদানিদের বিচরণ              খ. সুয়েজ বন্দরের দৃশ্য 

     গ. আকাশের রং পরিবর্তন        ঘ. মরুভূমির চন্দ্রালোক

১১।  ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয়

     i. উপভাষা   ii. প্রমিত ভাষা   iii. কথ্যভাষা

নিচের কোনটি সঠিক?

     ক. i         খ. ii         গ.i ii       ঘ. i, ii iii

১২। কোন ভাষার লিখিত ব্যাকরণ থাকে?

    ক. কথ্যভাষা          খ. উপভাষা     গ. প্রমিত ভাষা      ঘ. ব্যক্তি ভাষা

১৩। উপভাষার আরেক নাম কী?

    ক. আঞ্চলিক ভাষা   খ. কথ্যভাষা    গ. ব্যক্তি ভাষা      ঘ. প্রমিত ভাষা

১৪। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

    ক. তৎসম              . দেশি         গ. বিদেশি          ঘ. তদ্ভব

১৫। ভাষার লৈখিক রূপের কয়টি আলাদা রীতি রয়েছে?

      ক. দুটি                 খ. তিনটি       গ. চারটি            ঘ. পাঁচটি

-----------

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি