Loading..

খবর-দার

২১ জানুয়ারি, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ

বিপিএলকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন মাহমুদউল্লাহ
img
MD.AMINUL ISLAM

সহকারী শিক্ষক

বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে এবার খেলবেন মাশরাফি। আছেন তামিমও। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব মিলিয়ে এবারের বিপিএলটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন রিয়াদ।

শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোকাবেলা করবে মুশফিকের খুলনা টাইগার্সের। শুরুটা ভালো করতে মরিয়া ঢাকার অধিনায়ক রিয়াদ। তিনি বলেন, ‘আমরা শুরুটা কেমন করি এটা গুরুত্বপূর্ণ। প্রতিটা দলই খুব ভারসাম্যপূর্ণ। ভালো শুরু পেলে টুর্নামেন্টে মোমেন্টাম পাব।’

টস গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে রিয়াদ জানান, ‘টস সবসময়ই একটা ফ্যাক্টর, কারণ উইকেটের কন্ডিশন সবসময় মানিয়ে নিতে পারেন। কন্ডিশন মানিয়ে নিতে পারলে বুঝা যায় কিভাবে খেলতে হবে। ভালো ক্রিকেট খেলা, ইতিবাচক থাকা জরুরি। আর সত্যি বলতে উইকেট এখনো দেখিনি। যেহেতু রাতে আমাদের ম্যাচ, প্রথম ম্যাচটা দেখব। দেখি কেমন উইকেট বা রান হয়। ওই অনুযায়ী টিম কম্বিনেশন করার চেষ্টা করব।’

অধিনায়কত্ব বাড়তি চাপ নয়। বরং অধিনায়ক হিসেবে রিয়াদ আরো ভালো খেলতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাআল্লাহ্ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’

মাশরাফি প্রথম ম্যাচে থাকছেন না চোটের কারণে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং ডিপার্টমেন্ট আরো সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। প্রথম দুইটা ম্যাচে উনাকে সম্ভবত পাব না। তৃতীয় ম্যাচে তিনি থাকবেন ইনশাআল্লাহ্, আমি আশাবাদী।’ দলের তারকা বিদেশী ক্রিকেটার আন্দ্রে রাসেলকে নিয়ে রোমাঞ্চিত রিয়াদ। তিনি বলেন, ‘রাসেল অনেক বড় প্লাসপয়েন্ট। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে এরকম খেলোয়াড় আপনার দলে থাকলে তার ওপর ভরসা করতেই পারেন। আশা করি কাল গুড মুডে থাকবে।’