Loading..

উদ্ভাবনের গল্প

২৫ জানুয়ারি, ২০২২ ০৯:৪৪ পূর্বাহ্ণ

উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা ও আমার বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা

করোনার হাত থেকে করুনাময় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই আমরা সচেতন হই। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হই এবং হাত সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধৌত করি, বালিশের কভার প্রতিদিন পরিবর্তন করি। সবুজ শাকসবজি খাই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাই এবং প্রচুর পানি পান করি। করোনা প্রতিরোধে আমরা সবাই সবাইকে সচেতন করি।

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়গণ, সপ্তাহের ও পাক্ষিক সেরা কনটেন্ট নির্মাতাগণ ও শিক্ষকবৃন্দ আমার এ সপ্তাহের কনটেন্ট ও উদ্ভাবনের গল্প দেখার আমন্ত্রণ রইল। গঠনমূলক মতামত ও রেটিং কামনায়-বেলায়েত হোসেন, সহকারি শিক্ষক, ০৫ নং দঃ জনারদন্দী সঃ প্রাঃ বিদ্যালয়, কালকিনি, মাদারীপুর। ০১৭১৫২০৫৭৬৫।