Loading..

উদ্ভাবনের গল্প

৩১ জানুয়ারি, ২০২২ ০৮:০১ অপরাহ্ণ

Innovation story: Speaking about myself

সম্মানীত শিক্ষকবৃন্দ,

আসসালামু আলাইকুম। সাধারনত আমাদের গ্রাম এলাকার বেশিরভাগ শিক্ষার্থীরা একটু ভিতু স্বভাবের হয়। আমি সবসময় শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের পড়াশোনার পাশিপাশি নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য সবসময় কোন না কোন কৌশল ব্যবহার করি। শিক্ষার্থীরা সাধারনত গণিত ও ইংরেজিতে বেশি দুর্বল থাকে। বিশেষ করে ইংরেজিতে কথা বলতে ভয় পায়। তাই তাদের মধ্যের ইংরেজি ভীতু দূর করার জন্য  আজ আমি নতুন একটি কৌশল অবলম্বন করি। তারা যাতে স্পীকিং এ দক্ষ হতে পারে তাই আজ তাদের নিজের সম্বদ্ধে ইংরেজিতে কথা বলার চর্চা চালিয়ে যাই। সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করছি।

 

মোঃ হাবিবুল্লাহ্

সহকারি শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

জেলা অ্যাম্বাসেডর ও সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]