Loading..

খবর-দার

০১ ফেব্রুয়ারি , ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ণ

তারুণ্যের চোখে একুশ আমার অহংকার, করুনা কান্ত রায়

একুশ মানে মুক্তি, একুশ মানে চেতনা। একুশ মানে বাংলাকে নিয়ে কোনো সমঝোতা না করে লড়াই করা। অমর একুশে ফেব্রুয়ারি বাঙালির গর্বের দিন। সালাম, রফিক, শফিক, বরকত ও জব্বারের মতো শহীদের প্রাণের বিনিময়ে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি।

১৯৫২ সালে আমরা ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছি। মাতৃভাষার জন্য তাদের এ ত্যাগ ছিল অবিস্মরণীয়। যা পৃথিবীর অন্য কোনো দেশে এখন পর্যন্ত হয়নি। তাই ১৯৯৯ সালে ইউনেস্কো ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। আমরা যেন সে সম্মান রক্ষা করতে পারি।’আসুন ভাষার এ মাসে আমরা বাংলা-ইংরেজির মিশ্র ব্যবহার বর্জন করি। ভাষার সঠিক ব্যবহারের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই।’শুদ্ধ ভাষা চর্চাই হোক বাঙালির চির প্রেরণার প্রতীক।’