Loading..

প্রকাশনা

০৫ ফেব্রুয়ারি , ২০২২ ০৭:৩৭ অপরাহ্ণ

কবিতা-"আসছে সেদিন"

‘’আসছে সেদিন’’

মো; মানিক মিয়া

শত্রু যখন হানলো আঘাত

ভাষায় দিল খুঁচা ।

বাঙলার দামাল ছেলে

রইলো না আর বাসায়।

ডাকলো তারা মিছিল সভা

করলো প্রতিবাদ।

বাংলাই হবে মাতৃভাষা

নইলে হবে রক্তপাত।

রৌদ্র রঞ্জিত দুপুরে

ধরলো স্নোগান,

মোদের গর্ব মোদের আশা

আ-মরি বাংলা ভাষা।

পাকপিশাচ করলো গুলি

রক্ত দিল অনেক তাজা প্রাণ।

কত মায়ের কোল যে খালি

হইছে সেদিন রাজপথে

আসছে সেই ট্রাজেডি

একুশে ফেব্রুয়ারী।

 

সম্পাদনায়ঃ মোঃমানিক মিয়া

সহকারি শিক্ষক(গণিত)

কচুরগুল উচ্চ বিদ্যালয়।

জিমেইলঃ [email protected].

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি