Loading..

প্রকাশনা

০৮ ফেব্রুয়ারি , ২০২২ ০৭:০৫ অপরাহ্ণ

স্বরচিত কবিতা ৬(স্বপ্নজাল)

স্বপ্নজাল

ফারহানা পারভীন

কিছু মানুষের স্বপ্ন দেখতে নেই

তবু স্বপ্ন দেখে।

এ কথাটি কি ঠিক?

স্বপ্ন কেন দেখতে পাব না।

কতটা ব্যথিত হৃদে আসে এমন ভাবনা।

সবার সব স্বপ্ন পূরণ হয়না

তবু স্বপ্ন দেখে কষ্ট পাই।

এ কথা ও কি ভাবা ঠিক?

স্বপ্ন দেখার আধিকার সবার আছে

এ স্বপ্ন ই যে মানুষকে বাঁচিয়ে রাখে।

আসবে পথে আধার শত

কন্টক পথ হবে শত তবু যাব সামনে এগিয়ে

নিজের জন্য নিজ ভুবনে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি