Loading..

খবর-দার

২১ মার্চ, ২০২২ ০২:৪৫ অপরাহ্ণ

শিক্ষক বাতায়নের পাশা পাশি ভিজিট করতে পারেন কৃষি বাতায়ন।

কৃষি বাতায়ন মূলত ই-কৃষি- যার মাধ্যমে দেশব্যাপী দ্রুত এবং সহজে কৃষি বিষয়ক যে কোনো তথ্য, পরামর্শ বা সেবা প্রদান করা হয়। এটি একটি চলমান প্রকল্প। এতে ইতোমধ্যে ৮২ লাখ কৃষকের ডাটা সংরক্ষণ করা হয়েছে। এটি কৃষক ও কৃষি বিষয়ক একটি সেন্ট্রাল ডাটাবেজ। সারা দেশের কোথায় কোথায় সার ও বালাইনাশকের দোকান রয়েছে এবং সেগুলোর নাম-ঠিকানা, ফোন নম্বরও এখানে রয়েছে। এখানে ৫,৫০০টি হাট-বাজারের তথ্য রয়েছে। এখান থেকে একজন কৃষক জানতে পারবেন তার আশেপাশে কোন কোন বাজার বা হাট রয়েছে এবং আজকে কোথায় কি বাজার বসবে তাও জানা যাবে। 

এখানে সারা দেশের কৃষিজমি, কোন এলাকায় কি ফসল উৎপাদন হয় এবং এসব ফসল কারা উৎপাদন করেন, কারা এসব কাজে কর্মরত তাদের ফোন নম্বরও আছে। জেলা, উপজেলা এবং কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কৃষি সংগঠনের নাম এবং কারা এর সাথে যুক্ত তাদের নাম ও ফোননম্বর রয়েছে। সরকার কৃষককে কোন সময় কেমন ভর্তুকি দিচ্ছে সেসব তথ্যও রয়েছে। নতুন যে সব রোগ আসছে সে সব সম্পর্কেও এখানে তথ্য থাকবে। এর আগে সরকার যে সব কৃষি পণ্য উৎপাদন করেছে সে বিষয়ে উৎপাদন পদ্ধতিসহ প্রয়োজনীয় সব কিছু রয়েছে। কৃষকরা কি কি প্রশিক্ষণ পেয়েছে, তাদের মোবাইল নম্বরসহ সবকিছু অন্তর্ভুক্ত হচ্ছে। থাকবে কৃষি বিষয়ক নানা তথ্য ও গল্প।