Loading..

উদ্ভাবনের গল্প

২৩ মার্চ, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

শিক্ষায় সেকাল-একাল
সাধারণভাবে বলা হয়, শিক্ষা হলো কোনো কিছু জানা বা বিশেষ কোনো কিছুর ওপর জ্ঞান অর্জন বা দক্ষতা অর্জন। তবে একে যখন ব্যাপকভাবে চিহ্নিত করা হয় তখন দেখা যায়, শিক্ষা হলো একটি পদ্ধতিগত ও জীবনব্যাপী প্রক্রিয়া। আবার আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অভ্যস্ত, সেটি হলো শিক্ষার সংকীর্ণ ধারণার রুপ। নিয়মিত পত্রিকা ঘাটলেই অনায়াসে কিছু শিরোনাম চোখে পড়ে, বইয়ের ভারে নুয়ে পড়ছে শিক্ষার্থীরা, বই ও পরীক্ষার চাপ কমাতে বললেন শিক্ষাবিদরা, দেশে জিপিএ-৫ বাড়লেও প্রকৃত শিক্ষার মান বাড়েনি ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখা মাত্রই আমার ভিতরে চেতনার উদ্রেক হয়, শিক্ষা ব্যবস্থা কোন পথে হাটছে। শিক্ষা ব্যবস্থায় আদৌ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে কি? নানাপ্রশ্ন মাথায় অনবরত ঘুরপাক খায়। আমরা চারদিকে খেয়াল করলেই স্পষ্টত দেখতে পাই, শিক্ষার্থীদের ওপর শিক্ষাটাকে চাপিয়ে দেয়া হচ্ছে।তাই শিক্ষার্থীকে ক্লাসে আকর্ষণীয় করার জন্য পুরানো পদ্ধতি পরিহার করে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে।তাই শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন টেকনিক অবলম্বণ করা একান্ত আবশ্যক।