Loading..

প্রেজেন্টেশন

২৭ মার্চ, ২০২২ ০৫:৪৭ অপরাহ্ণ

Future Indefinite Tense
Future Indefinite Tense:

ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

Structure:

Subject + shall/will + verb + object

Example:

  • আমি কাজটি করিব- I will/shall do the work.
  • তারা কাজটি করিবে- They will/shall do the work.
  • আমি বিদ্যালয়ে যাব (যাবই)- I shall go to the school.
  • সে বিদ্যালয়ে যাবে (যাবেই)- He will go to the school.
  • তারা বাজারে যাইবে (যাবে) – They will go to the market.