Loading..

ভিডিও ক্লাস

১২ এপ্রিল, ২০২২ ০৯:২৩ পূর্বাহ্ণ

ট্রান্সফরমার

ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে একটি সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যেমে। এটা মূলত সার্কিটের ভোল্টেজ বাড়াতে বা কমাতে ব্যবহার করা হয় প্রয়োজন অনুযায়ী। ট্রান্সফরমার ফ্যারাডের সুত্র অনুসারে কাজ করে।

ট্রান্সফরমারে সাধারণত দুইটি উইন্ডিং থাকে।

  1. প্রাইমারি উইন্ডিং
  2. সেকেন্ডারি উইন্ডিং

ট্রান্সফরমারের ক্ষেত্রেঃ

  1. পাওয়ার সবসময় একই থাকে
  2. ফ্রিকুয়েন্সি সবসময় একই থাকে
  3. ভোল্টেজ এবং কারেন্ট পরিবর্তিত হয়

ট্রান্সফরমার কয়েল (Coil)

সুপার এনামেল তার দ্বারা কয়েল তৈরি করে কোরের উপর বসিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং করা হয়।প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মাঝখানে ইলেকট্রিক্যাল কোন সংযোগ নেই। তবে কোরের মাধ্যমে মেকানিক্যালি সংযোগ করা থাকে।

বড় বড় ট্রান্সফরমারগুলাতে কোর ,কয়েল ছাড়াও বিভিন্ন অংশ থাকে। যেমনঃ

  1. ট্রান্সফরমার ট্যাংক
  2. কনজারভেটর
  3. বুশিং
  4. ব্রিদার
  5. টেপ চেঞ্জিং গিয়ার
  6. বিস্ফোরণ বা এক্সপ্লোশন ব্যান্ড

ট্রান্সফরমারের প্রকারভেদ (Types of Transformers)

Transformar এর বিভিন্ন ধরনের শ্রেণিবিভাগ রয়েছে। নিম্নে তিন ধরনের সম্পর্কে আলোচনা করা হলঃ

কার্যপ্রণালি অনুসারে ট্রান্সফরমার ২ প্রকার।

  1. স্টেপ-আপ Transformer
  2. স্টেপ ডাউন Transformer

ফেজ সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সফরমার ২ প্রকার

  1. সিঙ্গেল ফেজ Transformer
  2. থ্রি ফেজ Transformer

ব্যবহার বা প্রয়োগের দিক থেকে ট্রান্সফরমারকে আবার ৪ ভাগে ভাগ করা যায়

  1. পাওয়ার Transformer
  2. ডিস্ট্রিবিউশন Transformer
  3. ইন্সট্রুমেন্ট Transformer
  4. অটো Transformer