Loading..

ভিডিও ক্লাস

১৩ এপ্রিল, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ণ

ট্রান্স ফরমারের কার্যপ্রণালী

ট্রান্সফরমারের কাজ


ট্রান্সফরমার এক প্রকারের ভোল্টেজ গ্রহন করে এবং অন্য ভোল্টেজ ডেলিভারি করে। এই কারনেই ট্রান্সফরমার বেশি দুরুত্তে বিদ্যু শক্তি স্তানান্তর করতে পারে। মিউচুয়াল ইনডাকশন তৈরি হয় প্রাইমারী এবং সেকেন্ডারী ওয়াইন্ডিং এ এবং এই ওয়ান্ডিং কয়েল হিসেবে পরিচিত এবং এই মিউচুয়াল ইন্ডাকশনের নিতী মেনে ট্রান্সফরমার কাজ করে যা ট্রান্সফরমারকে এক সার্কিট থেকে আরেক সার্কিটে এনার্জি প্রবাহিত করতে সাহায্য করে।সাধারনত ট্রান্সফরমারের প্রাইমারী কয়েলে ভোল্টেজ গ্রহন করে এবং অল্টারনেটিং কারেন্ট কয়েলে সর্বদাই পরিবর্তন হতে থাকে এবং অল্টারনেটিং ফ্লাক্স প্রাইমারী ওয়াইন্ডিং এ তৈরি হয়। তখন সেকেন্ডারী কয়েল যা প্রাইমারী কয়েলের নিকটবর্তী থাকায় এই ফ্লাক্স সংগ্রহ করে। এই ফ্লাক্সটি সর্বদাই পরিবর্তন হতে থাকে এবং সেকেন্ডারী কয়েলে EMF তৈরি করে যা ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সুত্র অনুসারে সংগঠিত হয়। যদি সেকেন্ডারী সার্কিট বন্ধ হয় তাহলে কারেন্ট প্রবাহিত হবে এবং এটিই ট্রান্সফরমারের বেসিক কাজ।