Loading..

প্রেজেন্টেশন

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ণ

মাসকলাই চাষের জন্য বীজ বপন পদ্ধতি ও বীজ শোধন

মাসকলাই চাষের জন্য বীজ বপন পদ্ধতি ও বীজ শোধন


বীজ বপন পদ্ধতি

মাসকলাইয়ের বীজ ছিটিয়ে বা সারি করে বপন করা যায়। তবে বীজের জন্য সারিতে বপন করা ভালো। সারিতে বপন করার ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ৩০ সেমি. রাখতে হয়। সারিতে বীজগুলো অবিরতভাবে ২-৩ সেমি গভীরে বীজ বপন করা হয়। ছিটিয়ে পদ্ধতিতে শেষ চাষের সময় মই সাহাযে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হয়।

বীজ শোধন : বীজ বাহিত রোগ দমনের জন্য বীজ শোধন করে বপন করা দরকার।