Loading..

প্রেজেন্টেশন

১৭ এপ্রিল, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ণ

মাসকলাই গাছের অনর্ত্মবর্তীকালীন পরিচর্যা

মাসকলাই গাছের অনর্ত্মবর্তীকালীন পরিচর্যা

১. চারা গজানোর পরে আগাছা দেখা দিলে ১৫-২০ দিন পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে নিতে হবে।
২. জলাবদ্ধতার আশঙ্কা থাকলে পানি নিকাশের ব্যবস্থা করতে হবে।
৩. বপনের পর জমিতে রসের পরিমাণ কম বা অভাব হলে হালকা সেচ দিতে হবে।
৪. সেচের পর ‘জো’ অবস্থায় মাটির উপরের শক্ত সত্মর ভেঙে দিতে হবে।
৫. ফসলের জমিতে পোকা ও রোগের আক্রমণ দেখা দিলে তা দমনের ব্যবস্থা নিতে হবে।