Loading..

প্রেজেন্টেশন

১৭ এপ্রিল, ২০২২ ০৩:৫২ অপরাহ্ণ

চাল কুমড়া চাষের জন্য মাদা তৈরি

চাল কুমড়া চাষের জন্য মাদা তৈরি

জমি ভালোভাবে চাষ করে মই দিয়ে ঢেলা ভেঙে সমান করতে হবে। জমিতে মাদার উচ্চতা হবে ১৫-২০ সেমি., প্রস্থ হবে ২.৫ মিটার এবং লম্বা জমির সুবিধামতো নিতে হবে। এভাবে পর পর মাদা তৈরি করতে হবে। এরূপ পাশাপাশি দুইট মাদার মাঝখানে ৬০ সেমি. প্রশসত্ম সেচ ও নিকাশ নালা থাকবে। পারিবারিক বাগানে চাল কুমড়ার চাষ করতে হলে মাদায় বোনার পর গাছ বুনে গাছ মাচা, ঘরের চাল কিংবা কোনো বৃক্ষের উপর তুলে দেওয়া হয়।