Loading..

উদ্ভাবনের গল্প

১৮ এপ্রিল, ২০২২ ০৬:৫৪ পূর্বাহ্ণ

সংখ্যা দড়ির খেলা

সংখ্যা দড়ির খেলা।

খেলার নিয়মঃ প্রথমে শিক্ষার্থীদের ১০ জন করে ২টি দলে ভাগ করব। এরপর ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা লিখে দড়ি টানিয়ে খেলা শুরু করব। খেলায় ১ টি দলের সবাই প্রথমে খেলবে। ১ দলের খেলা শেষ হলে অন্য দল খেলবে। প্রথমে একজন শিক্ষার্থী শুরুর প্রান্তে রাখা চেয়ারে বসবে এরপর খেলা শুরু হলে দৌড় দিয়ে অপর প্রান্তে রাখা এলোমেলো সংখ্যা থেকে ষে সংখ্যা পাবে সেটা সাজাবে। এভাবে তার দলের সদস্যরা পর্যায় ক্রমে ১ থেকে ১০ পর্যন্ত সাজাবে। প্রথম দলের খেলা শেষ হলে দ্বিতীয় দল সাজাবে। যে দল অল্প সময়ে সাজাতে পারবে সে দল বিজয়ী হবে। এভাবে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে সংখ্যা চেনানো যায়।