Loading..

প্রেজেন্টেশন

২০ এপ্রিল, ২০২২ ০২:০০ অপরাহ্ণ

ভেড়ার বাসস্থান

ভেড়ার বাসস্থান

ভেড়ার বাসস্থান তেমন গুরুত্বপূর্ণ নয়। কারণ এরা খাবারের জন্য সারাদিন মাঠে ঘুরে বেড়ায়। তবুও নিম্ন লিখিত কারণে এদের বাসস্থান প্রয়োজন হয়।
» রাতের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য।
» বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য।
» ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা করার জন্য।
» বেশি উৎপাদনক্ষম ভেড়ার দুগ্ধ দোহন করার জন্য।
» গর্ভবতী, প্রসূতি ও বাচ্চা ভেড়ার পরিচর্যার জন্য।
» ভেড়ার পশম কাটার জন্য।
» চোরের হাত থেকে রক্ষা করার জন্য।

ভেড়া পালনের জন্য তিন ধরনের ঘর ব্যবহার করা হয়। যথা:
ক. উন্মুক্ত
খ. আধা উন্মুক্ত ও
গ. আবদ্ধ ঘর।
আবহাওয়া ও জলবায়ুর কথা চিন্তা করে রাতে আশ্রয়ের জন্য ভেড়ার ঘর তৈরি করা হয়। ভেড়ার ঘরের মেঝে ভূমি সমতলে বা মাচার তৈরি হয়ে থাকে।