Loading..

মুজিব শতবর্ষ

১৭ মে, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ

'পথের সন্ধান' নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

বাউল এলেন, গাইলেন, চলে গেলেন। কেঊ চিনলে, কেউ চিনলেনা। আসল কাজটি তিনি করে গেলেন। কালজয়ী এ মহাপুরুষের প্রতিটি গৃহীত পদক্ষেপ আমাদের পথের সন্ধান দিয়েছে, প্রতিটি নির্দেশণা যুগিয়েছে, বাঙ্গালী জাতিকে দিয়েছে নতুন পথের দিশা। সোহরাওয়ার্দী উদ্যানের জন সভায় বলেছিলেন ”আমার কৃষক, আমার শ্রমিক দুর্নীতি করেনা”। সকল শিক্ষিত লোকদের বলব, কৃষক শ্রমিকদের সাথে ইজ্জত এবং সম্মান রেখে কথা বলবেন। তিনি ক্ষুধা, দারিদ্য ও শোষণহীন বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি বাংলাদেশকে সোনালি ফসলে ভরপুর দেখতে চেয়েছিলেন। সে কারণে স্বাধীনতার পর তিনি ডাক দিয়েছিলেন সবুজ বিপ্লবের এবং গ্রহণ করেছিলেন নানামুখী পদক্ষেপ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি