Loading..

খবর-দার

১৮ মে, ২০২২ ০৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে মুশফিকময় বাংলাদেশের দিন

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনটি বাংলাদেশ নিজেদের করে নিয়েছে। মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ের পর লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬৫ রানে অলআউট হওয়ার পর ৩৯ রানে দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে এখনও ২৯ রান পিছিয়ে রয়েছে সফরকারীরা। এর আগে লঙ্কানদের প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে ৬৮ রানে লিড নিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তবে বোলিং ও দারুণ ফিল্ডিং করে দলটির দুই উইকেট পতন ঘটান বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। তিনি দারুণ এক থ্রোতে ওপেনার ওশাদা ফার্নোন্দো (১৯) রান আউট করেন। পরে নাইটওয়াচম্যান হিসেবে নামা লাসিথ এম্বুলদেনিয়াকে (২) সরাসরি বোল্ড করেন এই বাঁহাতি। এই টেস্টে দুই হাত ভরে পেয়েছেন মুশফিকুর রহিম। ৫ হাজার রানের মাইলফলকের পর করেছেন সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫৮তম ওভারে লাসিথ এম্বুলদেনিয়ার বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। ২৮২ বলে ৪টি চারে তার ব্যাট থেকে ১০৫ রান আসে। পরে ধনাঞ্জয়া ডি সিলভার বলে নাঈম হাসান (৯) আউট হন। তাইজুল ইসলাম ২০ রান করে বিদায় নেন। তবে শরিফুল ইসলাম রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। এর আগে সাদা পোশাকের ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকের পর অষ্টম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। দলীয় ১৫৩তম ওভারে চার হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। ২৭০ বলে ৪টি চারে সেঞ্চুরি পান মুশি। এটি তার ক্যারিয়ারে সবচেয়ে ধীর গতির সেঞ্চুরিও বটে। আসিথা ফার্নান্দোর বলে ব্যক্তিগত ২৫ রানে বিদায় নেন সাকিব আল হাসান। আর সেঞ্চুরির কাছে গিয়েও পারলেন না লিটন দাস। লাঞ্চের বিরতির পর প্রথম বলেই আউট হয়ে যান তিনি। কাসুন রাজিথার অনেক বাইরের বলে খোঁচা দিলে উইকেটকিপার নিরোশান ডিকভেলা ক্যাচ লুফে নেন। ডানহাতি এই ব্যাটার ১৮৯ বলে ১০টি চারে ৮৮ রান করেন। পরের বলেই আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া তামিম ইকবাল বোল্ড হন। তামিম ২১৮ বলে ১৫টি চারে ১৩৩ রান করেন।

তবে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান মুশফিকুর রহিম। এই কীর্তি গড়তে ৬৮ রান দরকার ছিল মিস্টার ডিপেন্ডেবলের। দলীয় ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর দ্বিতীয় বলে উইকেটের পেছনে দুই রান নিয়ে (৬৭ থেকে ৬৯) রেকর্ডটি গড়েন মুশফিক। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সাড়ে তিনশ রান পার করে। মুশফিকের আগেই অবশ্য ৫ হাজার রানের রেকর্ডে পৌঁছাতে পারতেন তামিম ইকবাল। এই টেস্টেই সেঞ্চুরি পাওয়া দেশ সেরা ওপেনারের পেশির টান পড়ায় তিনি মাঠ থেকে উঠে যান। তামিমের বর্তমান রান ৪৯৮১। বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে এদিনের খেলা আধা ঘণ্টা পর শুরু হয়। যেখানে তৃতীয় দিন বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৩১৮ রানে মাঠ ছাড়ে। মুশফিক ৫৩ ও লিটন ৫৪ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান কাসুন রাজিথা, ৩টি উইকেট দখল করেন আসিথা ফার্নান্দো। এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল।