Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ মে, ২০২২ ০৬:৪৯ অপরাহ্ণ

পোল ও টাওয়ার স্থাপন
ওভারহেড লাহনে সাধারণত খােলা তারই কন্ডাক্টর হিসাবে ব্যবহার করা হয়। লহিলেম এই ফামকে। ইনসুলেটরের সাথে
আটকানাে হয়। আবার একই পােলের সাথে একাধিক কন্ডাক্টর ব্যবহার করা হয়। এই সকল। কন্ডাক্টরকে পরস্পর থেকে
নির্দিষ্ট দূরত্বে রাখা প্রয়োজন। নতুবা দুই লাইনের মাঝে শর্ট সার্কিট হতে পারে।  কন্ডাক্টরসমূহকে ভূমি হতে নিরাপদ উচ্চতায়
রাখতে হবে। তাই ওভারহেড লাইনের ইনসুলেটর ও কন্ডাক্টরসমূহকে পরপর হতে নিরাপদ দূরত্বে রাখা এবং ভূমি হতে
কন্ডাক্টরকে নিরাপদ উচ্চতায় রাখার জন্য ক্রস-আর্ম ব্যবহার করা হয়। ক্রস-আর্ম সাধারণত কাঠ বা ইস্পাতের তৈরি হয়ে
থাকে। ইস্পাতের ক্রস-আর্ম তেরি করার জন্য এমএস চ্যানেল অথবা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। চ্যানেল দ্বারা তৈরি
ক্রস-আর্মকে চ্যানেল ক্রস-আর্ম এবং অ্যাঙ্গেল দ্বারা তৈরি ক্রস-আর্মকে অ্যাঙ্গেল ক্রস-আর্ম বলা হয়। 
ক্রস-আর্ম স্থাপনের পদ্ধতি:
সাধারণত দুই ধরনের ক্রস-আর্মের ব্যবহার দেখা যায়। কাঠের ক্রস-আম ও ইস্পাতের ক্রস-আর্ম। কাঠের ক্রস আর্ম
বেশিরভাগ ক্ষেত্রে সেগুন অথবা শিশু কাঠ দ্বারা তৈরি করা হয়। ইস্পাতের ক্রস-আম তাের করার জন্য এমএস চ্যানেল
অথবা অ্যাঙ্গোল ব্যবহার করা হয়।
কভার বিন্যাসের প্রয়ােজন অনুযায়ী ক্রস-আর্মের আকার বিভিন্ন হয়ে থাকে। যেমন –
(ক) সরল ক্রস-আর্ম ; 
(খ) ত্রিকোণাকার ক্রস-আর্ম ;
(গ) ভি (V) আকারের ক্রস-আর্ম; 
(ঘ) সর্পিলাকার বা জিগজাগ ক্রস-আর্ম।
পোলাই ক্রস-আর্ম স্থাপন করার জন্য প্রয়োজনীয় মালামালের তালিকা।
১. ইস্পাতের নাট-বোল্ট;
২. ক্রস-আর্
৩. ব্রেস লাগানোর সকেট;
৪. ব্রেস
৫. U (ইউ) বোল্ট ও নাট। 
ক্রস-আর্মের আকার নির্ধারণ ও স্থাপনের উপর লাইনের কর্মদক্ষতা অনেকাংশে নির্ভরশীল। তাই ক্রসআর্ম স্থাপনের ক্ষেত্রে
কিছু প্রয়োজনীয় শর্ত মেনে চলা দরকার। 
১. ক্রস-আর্মের ধরন এমন হতে হবে যাতে সুষ্ঠু কন্ডাক্টর বিন্যাস নিশ্চিত হয়।
২. লাইনের কন্ডাক্টর গুলোর ব্যবধান সঠিক হতে হবে।
৩. ক্রস-আর্ম পােলের নির্দিষ্ট উচ্চতায় স্থাপন করতে হবে যাতে কন্ডাক্টরসমূহ ভূমি হতে নিরাপদ উচ্চতায় থাকে।
৪. লাইনের দিক অনুযায়ী ক্রস-আর্মের দিক সঠিক হতে হবে। ট্যানজেন্ট পােলে ক্রস-আর্ম পোলের উপর
লম্বভাবে থাকবে এবং কৌণিক পােলে এর দিক এমন হতে হবে যাতে তার উভয় পাশেই টান প্রায় সমান হয়। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি