Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ মে, ২০২২ ০৯:০৫ অপরাহ্ণ

আনারস কোন জাতীয় ফল এবং আনারস খাওয়ার উপকারীতা ।

আনারস এক প্রকারের গুচ্ছফল। এর অন্যান্য নাম - Pineapple,Anannas, Ananus, Bahunetraphalam, Anamnasam এর বৈজ্ঞানিক নামঃ Ananas comosus। এই ফলের আদি জন্মস্থল দক্ষিণ আমেরিকা মহাদেশ। তবে বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে বিশ্বের সর্বত্রই এর চাষের ব্যাপক প্রচলন রয়েছে। কোস্টারিকা, ব্রাজিল এবং ফিলিপিন্স এই তিনটি দেশ একত্রে বিশ্বের সমগ্র আনারস উৎপদনের প্রায় এক তৃতীয়াংশ উৎপাদন করে।


আনারসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর ভিটামিন সি ভাইরাসজনিত ঠাণ্ডা কাশি কমাতে সাহায্য করে। এ ছাড়া জ্বর জন্ডিসের প্রকোপ কমাতে আনারস বেশ উপকারী। নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা এবং ব্রংকাইটিসের বিকল্প ওষুধ হিসেবে আনারসের রস কাজ করে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি