Loading..

উদ্ভাবনের গল্প

২৮ জুন, ২০২২ ০৯:৫৩ অপরাহ্ণ

গানের মাধ্যমে শিখন শিখি ,রূপসী বাংলার স্বপ্ন আঁকি ।

" গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত , শীত , বসন্ত  

  ছয়টি পাখি, ছয়টি রূপে এসে বাংলাদেশে

  ছয়টি সুরে করে ডাকাডাকি ।"


বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী স্থাপনকালে তাঁর ভাষণে বলেছেন," সঙ্গীত ও ললিতকলাই যে জাতীয় আত্মবিকাশের প্রকৃষ্ট উপায় এ কথার পুনরুল্লেখ করাই বাহুল্য , যে জাতি এই দুটি বিঘা থেকে বঞ্চিত তারা চিরমৌন থেকে যায় ।" আসলে সঙ্গীত হল এমন একটি কলা যার মাধ্যমে প্রকাশ পায় মানব হৃদয়ের বিভিন্ন অভিব্যক্তি। সঙ্গীতের মাধ্যমে আমরা পাই হৃদয়াবেগ প্রকাশের বিস্তীর্ণ ক্ষেত্র, যার প্রকাশ হয় সুর, ছন্দ ও কাব্যের ত্রিবেণী সঙ্গমে । আর এই সঙ্গীত শিশুমন কে আন্দোলিত করে খুব সহজে এবং দ্রুত । তাই আমার আজকের উদ্ভাবনের গল্পটি সম্পূর্ণ সঙ্গীত নির্ভর যা শিশুর শিখন কে করবে আনন্দদায়ক এবং হৃদয়গ্রাহী । আমার উদ্ভাবনের গল্পটির শিরোনাম হচ্ছে- গানের মাধ্যমে শিখন শিখি , রূপসী বাংলার স্বপ্ন আঁকি । 

# আমি যে ইন্টারভেনশন গুলো দিয়েছি 

* সঙ্গীতের মাধ্যমে শিশুদের শিখন স্থায়ীকরন

* আনন্দের মাধ্যমে পাঠদান 

* গানের ছলে ছয় ঋতুর নাম শেখানো

* ছয় ঋতুর বর্ণিল বর্ণনার অবগাহন 

* শিশুদের মনোসামাজিকিকরন

* শিশুদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্টকরন 

* ১০০% উপস্থিতি নিশ্চিত করন

* ঝরে পড়া রোধকরন 

 # আমার এই উদ্ভাবনী গল্প থেকে শিক্ষার্থীরা যা শিখবে 

* শিশুরা আনন্দের মাধ্যমে শিখবে 

* গানের ছলে শিশুরা ছয় ঋতুর নাম শিখবে 

* শিশুরা বিদ্যালয়মুখী হবে 

* শিশুদের মাঝে বিদ্যমান জড়তা ও ভয়ভীতি দূর হবে ।

* শিক্ষকের সাথে নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে । 

  # স্টকহোল্ডারগণ আমার এই উদ্ভাবনের গল্পটিকে শিশুদের আনন্দদায়ক শিখন নিশ্চিতকরনের স্বার্থে যুক্তিযুক্ত , গ্রহণযোগ্য এবং ফলপ্রসু বলে মনে করেছেন । আমার বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক আমার এই উদ্ভাবনি আইডিয়া টি প্রয়োগ করে শ্রেনি পাঠদান করেন । আমার অবর্তমানেও এমন কার্যকরী শিখন কৌশলটি চলমান থাকবে । সবাইকে ধন্যবাদ ।

মোসাঃ ইয়াসমীন আখতার বানু 

প্রধান শিক্ষক 

মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় 

গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ ।