Loading..

উদ্ভাবনের গল্প

৩০ জুন, ২০২২ ০২:৫৭ পূর্বাহ্ণ

উদ্ভাবনের গল্প: আলোর পথে যাত্রা
আলোর পথে যাত্রা গ্রন্থনা, ভিডিও সম্পাদনা, ধারাভাষ্য মুহাম্মাদ আসআদুল্লাহ, প্রভাষক সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ

মৌলভবাজার


আমরা সবাই সুন্দর হতে চাই, তুমি চাও, আমি চাই। সবাই চাই। কিন্তু এই সুন্দর বলতে আমরা কি বুঝি? কিভাবে সুন্দর হওয়া যায়? চলো আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজি। সৌন্দর্যের দুটি রুপ আছে, একটি প্রকাশ্য রুপ, আরেকটি অপ্রকাশ্য রুপ। প্রকাশ্য রুপটি সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার একান্ত দান। যাকে খুশি যেমন খুশি দিয়েছেন। কেউ তা অর্জর করে নেয়নি। ছেলে বা মেয়ে হয়ে জন্মগ্রহণ করা, সাদা বা কালো হয়ে জন্মগ্রহণ করা, ধনি লোকের ঘরে জন্মগ্রহণ করা, নিখুঁত বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করা, উন্নত বা গরিব দেশে জন্মগ্রহণ করা, এসবে কারো কোনো হাত নেই। আল্লাহ তায়ালা কাউকে ফর্সা, কাউকে কালো, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে খোড়া, কাউকে অন্ধ এরকম বিভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। এখানে মানুষের কোনো দোষ বা কৃতিত্ব নেই। তাই এই প্রকাশ্য সৌন্দর্য নিয়ে গর্বের কিছু নেই।

ফলাফল: এখন শিক্ষার্থীরা আর হীনমন্নতায় ভুগে না।