Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৩ জুলাই, ২০২২ ০৯:৪২ অপরাহ্ণ

সাত ভাগে কুরবানী দেওয়ার কোরআন শরিফ হাদিস শরিফের দলিল দিয়ে আলোচনা।

সাত ভাগে কুরবানী দেয়ার সম্পর্কে অসংখ্য দলিল থেকে মাত্র একটি দলিল ও তাহক্বীকঃ-------

وَعَنْ جَابِرِ بنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: نَحَرْنَا مَعَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - عَامَ الْحُدَيْبِيَةِ: الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ. رَوَاهُ مُسْلِمٌ

অর্থাৎঃ হযরত জাবির ইবনু আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিঁনি বলেন, আমরা হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরিতে) দয়াল নবী মুস্তফা ﷺ - এর সাথে থেকে একটা উট সাতজনের পক্ষ থেকে এবং একটা গরু সাত জনের পক্ষ থেকে কুরবানী করেছিলাম।

তথ্যসুত্রঃ-- 

ইমাম মুসলিম, সহীহ মুসলিম , হা, নং,২৮০৯

ইমাম নাসাঈ, সুনানে নাসায়ী , হা,নং,১৩৯১৩

ইমাম আবু দাউদ, সুনানে আবি দাউদ , হা,নং,১৩১৮

ইমাম ইবনু মাজাহ, সুনানে ইবুন মাজাহ ,হা, নং,১৩৩২

ইমাম আহমদ, মুসনাদে আহমাদ , হা, নং,১৩৯১৩

ইমাম দারেমী, সুনানে দারেমী , হা, নং, ১৯৩৪


হাদিসটির তাহক্বিকঃ-


যারা বলে, সাত ভাগে কুরবানী দেয়া যাবে না , তাদের কয়েকজন ইমামের বক্তব্য দেয়া হলোঃ---


১. নাসিরুদ্দিন আলবানী বলেন, حديث صحيح 

অর্থাৎঃ হাদিসটি সহীহ/বিশুদ্ধ 

আলবানী, সহিহুত তিরমিজি, ৯০৪ পৃ.


২. আব্দুল্লাহ বিন বায তার ফাতাওয়ার কিতাব "ফাতাওয়ায়ে নূরী আলাদ-দারবী" এর মধ্যে সাত ভাগে কুরবানী দেয়ার হাদিস সম্পর্কে বলেন, 

هذا حديث صحيح 

অর্থাৎঃ অত্র হাদিসটি সহীহ/বিশুদ্ধ 

বিন বায, ফাতাওয়ায়ে নূরী আলাদ-দারবী, ১৮/২০৪ পৃ.


৩. শাইখ শুয়াঈব আরনাউত বলেন, 

إسناده صحيح على شرط مسلم 

অর্থাৎঃ মুসলিম শরীফের শর্তানুসারে হাদিসটির সনদ সহীহ/বিশুদ্ধ। 

শুয়াঈব আরনাউত, তাখরিজুল মুসনাদ, ১৩৩২২ পৃ.


তাছাড়াও আল্লাহর রাসুল ﷺ এর সাহাবীগণ একে অপরকে সাত ভাগে কুরবানী দেয়ার জন্য মাসয়ালা বলে দিতেন। যেমন বিশ্ব বিখ্যাত ইমাম মুসলিম (রহ.) একখানা হাদিস বর্ণনা করেনঃ----


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ اشْتَرَكْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْحَجِّ وَالْعُمْرَةِ كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ أَيُشْتَرَكُ فِي الْبَدَنَةِ مَا يُشْتَرَكُ فِي الْجَزُورِ قَالَ مَا هِيَ إِلاَّ مِنَ الْبُدْنِ ‏.‏ وَحَضَرَ جَابِرٌ الْحُدَيْبِيَةَ قَالَ نَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ بَدَنَةً اشْتَرَكْنَا كُلُّ سَبْعَةٍ فِي بَدَنَةٍ ‏

অর্থাৎঃ  হযরত জাবির ইবনু আব্দিল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিঁনি বলেন, আমরা হজ্জ ও উমরাহ পালনকালে দয়াল নবী মুস্তফা ﷺ -এর সাথে সাতজনে মিলে একটি উট কুরবানী করেছি। অতঃপর জনৈক ব্যক্তি হযরত জাবির (রা.)-কে জিজ্ঞেস করল, বাদানাহ তে (যে ক’জন) শারীক হতে পারে জাযুরেও কি অনুরূপ শারীক হওয়া যায়? তখন তিঁনি বললেন, এটি (বাদানাহ ও জাযুর) তো একই। আর হযরত জাবির (রা.) হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। তিঁনি বলেন, আমরা ঐদিন ৭০টি উট কুরবানী করেছি এবং প্রতিটি উটেই ৭ জন শারীক ছিলাম। 

ইমাম মুসলিম, সহিহ মুসলিম, হা,নং,৩০৭৯


অত্র হাদীস সম্পর্কে শারিহে মুসলিম আল্লামা ইমাম নববী (রহ.) বলেনঃ-

قَالَ أَبُو حَنِيفَةَ يَجُوزُ إِنْ كَانُوا كُلُّهُمْ مُتَقَرِّبِينَ وَإِلَّا فَلَا وَأَجْمَعُوا عَلَى أَنَّ الشَّاةَ لَا يَجُوزُ الِاشْتِرَاكُ فِيهَا وَفِي هَذِهِ الْأَحَادِيثِ أَنَّ الْبَدَنَةَ تُجْزِي عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ وَتَقُومُ كُلُّ وَاحِدَةٍ مَقَامَ سَبْعِ شِيَاهٍ

অর্থাৎঃ ইমাম আবু হানিফার (রহ.) মতে ভাগে কুরবানীতে অংশগ্রহণকৃত প্রত্যেকের-ই যদি উদ্দেশ্য হয় শুধুই আল্লাহর সন্তুষ্টি, তবে ভাগে কুরবানী দেওয়া জায়েজ, নতুবা জায়েয নয়। 

আর নিশ্চয় (এ বিষয়ে জমহুর উলামায়ে কেরাম একমত) যে,শুধুমাত্র একটি ছাগল দিয়ে শরীকানা কুরবানী বৈধ নয়, তবে একটি উটে সাতজন অংশীদার হয়ে এবং একটি গরুতেও সাতজন অংশীদার হয়ে যদি কুরবানী করে তা হলে তা শরীয়ত সম্মত, কারণ উট ও গরুর প্রতিটি ভাগ একটি ছাগলের সমতুল্য।

ইমাম নববী, শরহে মুসলিম ৯/৬৭ পৃ.

 

মহান আল্লাহ পাক আমাদের সকলকেই দয়াল নবী ﷺ ও সাহাবায়ে কেরামের সুন্নাহ মোতাবেক আমল করার তাওফিক দান করুক। "আমিন বি হুরমাতি সায়্যিদিল মুরসালিন"

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি