Loading..

খবর-দার

৩১ জুলাই, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ

হিজরি নববর্ষ ১৪৪৪ এর শুভেচ্ছা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

আসসালামু আলাইকুম


হিজরি নববর্ষ ১৪৪৪ এর শুভেচ্ছা। বছর ঘুরে আমাদের কাছে আবারো উপস্থিত হয়েছে হিজরি নববর্ষ অর্থাৎ হিজরী নতুন বর্ষ। সকল দুঃখ, বেদনা ভুলে আমরা আবারও পদার্পন করলাম হিজরী নতুন বছরে। ১৪৪৩ হিজরী সন বিদায় নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন হিজরী বর্ষ ১৪৪৪। ইসলামের সাথে ওতপ্রোত ইতিহাস জড়িয়ে রয়েছে হিজরি সনের। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ( রা:) ও অন্যান্য সাহাবীগণ মিলে তৈরি করে হিজরী সন। তাদের মাঝে আলোচনা সাপেক্ষে গণনা শুরু করা হয় হিজরি সনের। হিজরি সনের দিন, মাসের সাথে জড়িয়ে রয়েছে ইসলামের অনেক ইতিহাস।