Loading..

প্রেজেন্টেশন

১৮ ডিসেম্বর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

মৎস্য চাষ

 

মাছ কি? (মৎস্য বা মাছ)  

১) শীতল রক্তবিশিষ্ট জলজ প্রাণী ।

২) মেরুদণ্ডী প্রানী

৩) ফুলকার সাহায্যে শ্বাস কাজ পরিচালনা করে

৪) জোড় বা বিজোড় পাখনার সাহায্যে ছলাফেরা করে ।

 

প্রশ্ন - মৎস্য বিজ্ঞান কি?  ঃ

জীববিজ্ঞান এর যে শাখায় মাছের বিভিন্ন দিক যেমন – মাছের শ্রেণীবিন্যাস ,মাছ চাষ ও ব্যবস্থাপনা ,মাছের প্রজনন ,প্রতিপালন , সংরক্ষন ,পরিবহন , বাজারজাতকরন , মাছের রোগতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় তাকে মৎস্য বিজ্ঞান বলে ।

গ্রিক শব্দ ‘ acqua “ অর্থ পানি এবং ‘ culture ‘ অর্থ চাষ । অর্থাৎ একুয়াকালচার অর্থ পানিতে মাছ চাষ ।