MC_Bangla_C6_Poetry_Chap-7_বাঁচতে দাও_Mijanur Rahman
এ পাঠ শেষে শিক্ষার্থীরা...
1. কবি শামসুর রাহমান-এর সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে।
2. কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে।
3. পানকৌড়ি, নাইতে, গহিন, গাঙে ইত্যাদি শব্দের অর্থ উল্লেখ করে তা দিয়ে বাক্য তৈরি করতে পারবে।
4. শিশুর স্বাভাবিক বিকাশে সুস্থ ও বাধাহীন পরিবেশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।

সাম্প্রতিক মন্তব্য