Loading..

প্রকাশনা

০৪ অক্টোবর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

মাস্টর বলবেন না, হার্টে লাগে; অামরা শিক্ষক
' মাস্টার বা মাস্টর(ব্যঙ্গাত্মকভাবে)অামাদের দেশে একটি অতি পরিচিত শব্দ; বিশেষ করে গ্রামাঞ্চলে ৷ যারা প্রাইমারি কিংবা হাই স্কুলে শিক্ষকতা করেন তাদেরকে গ্রামের মানুষ 'মাস্টর' অাবার একটু শিক্ষিত হলে 'মাস্টার' বলেই সম্বোধন করেন ৷ অাবার মজার ব্যাপার হচ্ছে শিক্ষকের স্ত্রী তিনি মুর্খ হলেও মাস্টন্নি/মাস্টরনি, অাবার এম.এ পাস করে কোন মহিলা শিক্ষকতা করলে তিনিও সমাজে মাস্টন্নি/মাস্টরনি উপাধিতেই পরিচিত থাকেন ৷ নিজের সন্তানের সাথে এক ঘণ্টা সময় দেয়া হয় না অথচ ছাত্র ছাত্রীদেরকে নিজের সন্তানের চাইতেও বেশি অাপন ও অাদর করে প্রতিদিন ৭-৮ ঘণ্টা সময় ব্যয় করে শিক্ষকেরা সামান্য কিছু পেয়ে সুশিক্ষা দিয়ে থাকেন ৷ অার সে গুরুদের সাথে এক শ্রেণির লোকদের গ্রামে, রাস্তা-ঘাটে, হাট-বাজারে কিংবা অন্য কোন লোকালয়ে দেখা হলে কিছু বলতে চাইলে তাঁদেরকে মাস্টর(মাস্টার) বলে সম্বোধন করেন৷ এমনকি হঠাৎ পয়সাওয়ালা কিছু গ্রাম্য অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার খবরা খবর নেন এভাবে- ''মাস্টর, কী খবর? অামার পুতের ক্যালাশ-ট্যালাশ পাননি? খেয়াল-টেয়াল রাইখেন ৷'' এক সময় গ্রামে শিক্ষকদেরকে অতি বুদ্ধি ও বিবেক সম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো এবং বিয়ে, বিবাদ মিমাংসাসহ যেকোন সামাজিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেয়া হতো ৷ অার এখন গ্রামের হঠাৎ মোটাসোটা কোন লোক যার কিছু পয়সা হয়েছে বা কোন রাজনৈতিক লোকের সাথে পরিচিত অাছে বা যার ৩-৪ জন ভাই বিদেশে বেশি টাকা ইনকাম করে তারা এখন অধিক বুদ্ধিমানের ভাঁন করে ও কোন বিচার অাচারে শিক্ষকদেরকে বলে থাকে, ''মাস্টরের মাথায় কিছু নাই; পড়াইতে পড়াইতে তাঁর মাথা শেষ হয়ে গেছে ৷'' এ কথা বলে শিক্ষকদেরকে 'মাস্টরে' পরিনত করেন ৷ সাধারনত, যিনি চিকিৎসা সেবা দেন তাঁকে ডাক্তার বলা হয়, যিনি ব্যাংকে চাকরি করেন তাঁকে ব্যাংকার বলা হয়,যিনি গাড়ি চালান তাকে ড্রাইভার বলা হয়, যিনি অফিসে চাকরি করেন তাঁকে অফিসার বলা হয় ৷ তাহলে যারা শিক্ষাদান করেন তাদেরকে মাস্টার বা মাস্টর বলা হয় কেন? মনে প্রশ্ন জাগে, ''শিক্ষকেরা কি মাস্টারি করেন?'' Master ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে- মালিক, মনিব, কর্তৃত্বকারি,কর্তৃত্বকর, নিয়ন্ত্রনকারি, শাসক, Someone who has control over something or someone. Owner of an animal or slave.(nautical) The captain of a merchant ship; a master mariner.Someone who employs others.An expert at something.A tradesman who is qualified to teachapprentices.তাহলে উপরোক্ত Words এর যেকোন একটি অর্থের প্রেক্ষিতে শিক্ষকদেরকে কি মাস্টার বলা মানায় বা শিক্ষকের মর্যাদা মাস্টার বললে কি বাড়ে? শিক্ষকেরা দেশের সকল নাকরিককে সুনাগরিকে পরিনত করেন, ওনারা জ্ঞান দান করেন এবং মানুষকে মানব সম্পদে পরিনত করেন ৷ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়েই বড় বড় কর্মকর্তা ও উচ্চ পদস্থ সম্মানিত ব্যক্তি বর্গ হয়ে থাকেন ৷ অথচ শিক্ষকদেরকেই সমাজে উপযুক্ত সম্মান না দিয়ে মাস্টার বা মাস্টর বলে সম্বোধন করা হয়ে থাকে যা শুনে শিক্ষকেরা খুবই কষ্ট পান ৷ মাঝে মাঝে কোন শিক্ষক যদি গ্রামে বা কোন অনুষ্ঠানে কোন অপরিচিত লোকদের সাথে একত্র হোন বা পরিচিত হতে হয় তখন তাদের মধ্য থেকে অপরিচিত লোকটির সাথে শিক্ষককে পরিচয় করানো হয় এভাবে , '' সে অমুক স্কুলে মাস্টারি/মাস্টরি করে''৷ একটু ভাবুনতো এ ভাষাটা শোনতে কেমন লাগে? অথচ গার্মেন্টস এর শ্রমিকদেরকেও পরিচয় দেয়া এভাবে যে, ''সে গার্মেন্ট চাকরি করে৷'' তখন ঐ শিক্ষকের মাথাটা নিচুই হয় এবং মনে হয় যে, শিক্ষকতার চেয়ে অবহেলার কাজ বাংলাদেশে অার নেই ৷ পৃথিবীতে অার কোনো পেশা অাছে যেটির পরিচয় এভাবে দেয়া হয় ? যদি পরিচয়টা এভাবে দেয়া হতো যে, '' তিনি অমুক স্কুলের শিক্ষক তাহলেও শুনতে অবশ্যই ভাল লাগতো ও শিক্ষকের মনেও তৃপ্তি পেতো ৷'' অামি কয়েকজন শিক্ষকের কাছে জানতে চেয়েছিলাম, ''যখন লোকেরা 'মাস্টার' বা 'মাস্টর' বলে ডাকে,তখন শুনতে কেমন লাগে?'' উত্তরে সবাই বলেছিলেন ''এ কথাটি বিষ মাখানো তীরে হয়ে হার্টে গিয়ে বিঁধে''৷ শিক্ষকদেরকে ''স্যার'' বলে সম্বোধন করাটাই অধিক মানায় ৷ শিক্ষকেরা স্যারই ৷ পুরো শিক্ষক সমাজ হচ্ছে গোটা জাতির শিক্ষক ৷ বাংলাদেশের কোনো শিক্ষিত লোক বলতে পারবেন না যে, উনি কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই ৷ কি অাজব ব্যাপার ! শিক্ষকদেকে মাস্টার/মাস্টর বলে সম্বোধন করা হয়, অার খাজনা দিতে গিয়ে তহশিলদারকে, যেখানে সেখানে পুলিশকে, এমনকি এনজিও কর্মী যারা কিস্তির টাকা গ্রহণ করেন তাদেরকেও ''স্যার''বলে সম্বোধন করা হয় ৷ অামি তাদের কোন অংশেই ছোট করে দেখছি না ৷ একই গ্রেডের একজন শিক্ষক ও একজন সরকারি অফিসের কর্মকর্তা যদি একই কাজের জন্য কোন সরকারি বা বেসরকারি অফিসে যান তাহলে শিক্ষকের চেয়ে ঐ ব্যক্তিকে যে কতো বেশি মূল্যায়ণ করে ও অধিক গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করে দেয়া হয় তা বাস্তবেই দেখা যায়৷ অার শিক্ষকের কারো ভাষায় মাস্টরের একই কাজটি করতে একজোড় জুতার কিছু হলেও ক্ষয় করতে হয়৷ পরিশেষে, অাজ ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে, শিক্ষকদের স্ব স্ব পেশাগত ও সামাজিক সম্মানার্থে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া,টেলিভিশন, স্যাটেলাইট, চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার প্রচারনা করত: শিক্ষকদেরকে মাস্টার/মাস্টর সম্বোধন বর্জন করে ''স্যার'' সম্বোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি ৷ মো: মহসিন মিয়া সহকারি শিক্ষক,ইংরেজি বড় গোবিন্দপুর এএমবি উচ্চ বিদ্যালয় চান্দিনা, কুমিল্লা ৷

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি