Loading..

প্রকাশনা

১৯ মে, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

Multi Section ClassRoutine (একাদশ-দ্বাদশ)
বর্ণনা : একটি ডাটাবেজ লিংকড সফটওয়্যার; শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পিসিতে, শিক্ষক কমনরুমের পিসিতে বা যে কোন পিসি বা ল্যাপটপে ইনষ্টল করে রাখা যায়। পিসি ওপেন করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে প্রদর্শিত হবে। ঐ সময় কোন ক্লাশের সময় হলে তখন কোন পিরিয়ড, এবং কোন ক্লাশে কোন শিক্ষক তা প্রদর্শিত হবে। প্রতি ঘন্টার শুরুতে একটি শব্দ সংকেত দিয়ে ঐ পিরিয়ডের সব তথ্য প্রদর্শিত হবে। পিসিতে সুতন্নী এমজে (SutonnyMJ) ফন্টটি ইনস্টল করা না থাকলে অবশ্যই ইনস্টল করতে হবে। ডাউনলোডকৃত সব ফন্ট ইনস্টল করবেন। বাংলা টাইপের জন্য বিজয় সফটওয়্যার ব্যবহার করা হয়েছে; এটি ইনস্টল থাকা প্রয়োজন। রুটিনের ডাটা এন্ট্রি খুবই সহজ শুধু একবার সকল শিক্ষকের নাম ও সকল বিষয়ের নাম টাইপ করলেই চলবে। এরপর শুধু মাউস ক্লিকের কাজ। Download Link : http://www.mediafire.com/download/zhxfh3s45cu5x64/MRSoft.rar

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি