Loading..

খবর-দার

১৪ ডিসেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস 2018
যাঁদের জীবন উৎসর্গের কারণে আজকের বাংলাদেশ, শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ১.এই দিবসের তাৎপর্য অনুধাবন করতে গেলে মনটা ব্যথায় ভরে ওঠে মানুষ কতটা নির্মম ও নিষ্ঠুর হলে এমন পৈচাশিক কাজ করতে পারে যুদ্ধে পরাজয় নিশ্চিত ভেবে এই দেশটা যাতে ঘুরে দাঁড়াতে না পারে সেজন্য দেশকে মেধাশুন্য করার পরিকল্পনার অংশ হিসেবে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন শ্রেণি পেশার বরেণ্য বুদ্ধিজীবীদের বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করে। তাদের অপরাধ, তারা জ্ঞানী লোক। ২.এত গেল 1971 সালের 14 ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের কথা কিন্তু 2018 সালে এসে আমাদের দেশের বর্তমান বুদ্ধিজীবীদের সম্পর্কে কি বলবো ভেবে পাচ্ছিনা।আমরা যাদের বুদ্ধিজীবী হিসেবে ভাবি, বা দেখতে চাই, জ্ঞান বুদ্ধিতে তারা বুদ্ধিজীবী হিসেবে গণ্য হওয়ারই কথা। কিন্তু তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিবর্গের আচার-আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি দেখলে তাদের আর বুদ্ধিজীবী ভাবতে মন চায় না। বর্তমান সময়ের একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে, সকল তরুণদের এই সকল স্বার্থান্বেষী তথাকথিত বুদ্ধিজীবীদের সম্পর্কে সচেতন থেকে তাদের বয়কট করে, সত্যিকারের বুদ্ধিজীবীদের পথ পরিষ্কার করে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সমুন্নত রাখতে, যার যার অবস্থান থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করতে পারলে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে।