Loading..

খবর-দার

১৮ ডিসেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক সমাজের সাথে এ কোন তামাশা

শিক্ষক সমাজের সাথে বারেবারে লুকোচুরি খেলা হচ্ছে। গত মার্চ মাসে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যে,অবসর ও কল্যান ট্রাস্টের জন্য (২+২)% বৃদ্ধি করা হলো তা শিক্ষক সমাজের আপত্তির কারনে কয়েক দিনের মধ্যেই  প্রত্যাহার করা হয়। সরকারের সদিচ্ছার কারনে শিক্ষকদের দীর্ঘ দিনের দাবী ৫% ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষনা আসে। একারনে শিক্ষক সমাজের পক্ষ থেকে সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই ইনক্রিমেন্ট হাতে পেতে না পেতেই সেই প্রজ্ঞাপন আবার জারি। বিকাল বেলায় আদেশ সন্ধ্যাবেলায় শিক্ষাসচিবের বিবৃতি প্রজ্ঞাপনটি ভূলক্রমে জারি হয়েছে । লেখাহলো সইকরা হলো প্রকাশকরা হলো ইচ্ছায় না অনিচ্ছায় করা হয়েছে তা ভেবে দেখার অনুরোধ রইল। আসলে প্রজ্ঞাপন তৈরীই আছে শুধু অপেক্ষার পালা। বলা হয়েছিল আগামী ১জানুয়ারী ২০১৯ থেকে কার্জকর করা হবে হয়ত নির্বাচনের জন্য অপেক্ষা। তাই অবসর ও কল্যাণ ট্রাস্টের সুনির্দিষ্ঠ নীতিমালা ছাড়া কোন প্রজ্ঞাপণ নয়। এবিষয়ে সচেতন থাকতে হবে সকল শিক্ষককে কারন সরকারকে বিব্রত করতে বা শিক্ষক সমাজের মাঝে অসন্তোস্টির ভাব তৈরী করার লোকের অভাব নাই।