Loading..

খবর-দার

১৯ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

নিপাহ রোগ বিষয়ে স্বাস্থ্য বার্তা

নিপাহ একটি ভাইরাসজনিত রোগ, যা বাদুড় থেকে মানুষে সংক্রামিত হয়। সাধারণত শীত মৌসুমে নিপাহ রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অবগত করা জরুরী।

এ রোগের প্রধান লক্ষণসমূহঃ-

  • জ্বরসহ মাথাব্যাথা
  • খিঁচুনি
  • প্রলাপ বকা
  • অজ্ঞান হয়া
  • কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট।

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়ঃ-

  • খেজুরের কাঁচা রস না খাওয়া
  • কোন ধরণের পাখিতে খাওয়া আংশিক ফল না খাওয়া
  • ফলমূল পরিস্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে খাওয়া
  • নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করা
  • আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।