Loading..

উদ্ভাবনের গল্প

২৩ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

পরিচ্ছন্ন শিশু গড়ি পরিচ্ছন্ন মন , বিদ্যালয়ে সৃষ্টি করি আনন্দ ভূবণ।

শিশুরা লাইনে দাঁড়িয়ে একজনের কাধেঁ আরেকজন হাত রেখে লম্বা রেলগাড়ি বানাবে। আমি মুখে পুঁ ঊ ঊ ঊ ঊ ঝিক ঝিক বলব এবং রেলগাড়ি চলতে থাকবে। রেলগাড়ির সামনে যে শিশুটি থাকবে সে হবে ইঞ্জিন। আমি বিভিন্ন স্টেশনের নাম লেখা কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকব। যেমন, নখপুর, চুলপুর, দাতঁপুর, কানপুর, চোখপুর, নাকপুর, ইত্যাদি। সর্বশেষে আমি এই খেলায় স্কুলড্রেস পুর স্টেশন যোগ করেছি। আমি রেলগাড়ির সামনে গিয়ে একটি কার্ড উঁচু করে ধরব ও তা জোরে জোরে পড়ব। যেমন, নখপুর স্টেশন। কার্ড দেখার পর শিশুদের তৈরী রেলগাড়ি ধীরে ধীরে স্টেশনে এসে থামবে। স্টেশনে থামার পর আমি এক এক করে সকল শিশুর নখ পরীক্ষা করব। যাদের নখে ময়লা আছে বা নখ বড় তাদেরকে রেলগাড়ি থেকে নেমে যেতে বলব এবং শিশুরা লাইন থেকে সরে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আবার আমি পু উ উ উ ঝিক ঝিক বললে রেলগাড়ি আবার চলতে শুরু করবে। এভাবে আমি একে একে সব কার্ড দেখাবো এবং একইভাবে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষা করব। যারা সবগুলো স্টেশন পার হতে পারবে  অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তারাই জিতবে এবং আমি তাদের চকোলেট খাওয়াবো। যে সব শিশু স্টেশন পার হতে পারেনি তাদেরকে পরবর্তী দিনেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়র আসতে উৎসাহিত করব যাতে তারা সকল স্টেশন পার হতে পারে ও চকোলেট খেতে পারে।