Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ এপ্রিল, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষার মানউন্নয়নে- উদ্ভাবনী কৌশল-শীর্ষক সেমিনার - এম এ রহিম,সহকারী শিক্ষক, কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসা, নবিগঞ্জ- হবিগঞ্জ
আমার উদ্বাবনী গল্পে বলব-আজকের সেমিনার ছিল শিক্ষার্থী কেন্দ্রিক, যাদের জন্য আয়োজন। ছাত্র-ছাত্রী,শিক্ষক,অভিভাবক,ম্যানিজিং কমিটির সদস্য ও স্থানীয় কমিউনিটি নেতাদের নিয়ে-সবার মতামতের ভিত্তিতে প্রতিষ্টানের শিক্ষার মানউন্নয়নের জন্য পদক্ষেপ সমুহ-১। মাদক ও ইভটিজিং রোধে আলাদা কমিটি গঠন। ২ । ঝড়ে পড়ার কারণ উদ্ঘাঠন ও তার প্রতিরোধ করার জন্য কমিটি গঠন। ৩। দরিদ্র শিক্ষার্থীদের জন্য আলাদা ফান্ড গঠন। ৪। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান। ৫। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য-শিক্ষক,অভিভাবক,কমিটির সদস্যদের সমন্বয়ে আলাদা কমিটি গঠন। ৬। প্রতিষ্টানে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নিশ্চিত করণে কমিটির নিয়মিত মনিটরিং। ৭।প্রতিষ্টানের পাঠাগার সক্রিয় রাখা। ৮। বঙ্গবন্ধু ও মুক্তিযুদধ কর্ণারে আর ও তথ্যবহুল ছবি ও বই ক্রয় । ৯। প্রতিষ্টান কে সবুজায়ন করা ও স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধিদের দায়িত্ব পালনে উতসাহিত করা। ১০। একনাগারে ১ সপ্তাহ অনুপস্থিত শিক্ষার্থীদের সাথে প্রতিষ্টান প্রধান যোগাযোগ করে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা । ১১। এম এম সি ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের উতসাহিত করা ও ক্লাসে উপকরন ব্যাবহার নিশ্চিত করা। সবগুলো বিষয় এস এম সি সভাপতি ও সুপার মনিটরিং করবেন বলে- সাক্ষাতকারে বলেন এবং শিক্ষার্থী ,শিক্ষক,অভিভাবক,ও কমিউনিটি নেতারা সহযোগিতার আশ্বাস প্রদান করেন.।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি