যাকাত
কন্টেন্টটি তৈরি করেছেন :
জনাব ফখরুল ইসলাম,
সহ সুপার,
রঙ্গিখালি খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসা,
টেকনাফ, কক্সবাজার।
এর শিখনফল হচ্ছেঃ
(১) যাকাতের সংজ্ঞা দিতে পারবে;
(২) যাকাতের অর্থ বলতে পারবে;
(৩) যাকাত প্রদান কাদের উপর ফরজ তা বলতে পারবে;
(৪) যাকাতের নিসাব সম্পর্কে বলতে পারবে;
(৫) যাকাতের হিসাব করতে পারবে।
এ কন্টেন্টটি সম্পর্কে মতামত দিন।

মতামত দিন


মোঃ সাখাওয়াত হোসেন
আসসালামু আলাইকুম, স্যার কেমন আছে? অভিনন্দন স্যার। পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।

মেফতাহুন নাহার
"শুভকামনা ও অভিনন্দন" । আমার কন্টেন্ট দেখে লাইক, রেটিং ও সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

বিপুল কুমার সরকার
স্যার,নমস্কার বাতায়নে সক্রিয় থাকায় আপনাকে -স্বাগত। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন।আপনাকে অভিনন্দন।লাইক কমেন্ট পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল সেই সাথে আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।আমার আপলোড কৃত ১ম কন্টেন্ট দেখে মতামত দেয়ার অনুরোধ রইল।( bipulsarkar1977@gmail.com ) (01730-169555

সাম্প্রতিক মন্তব্য