Loading..

প্রকাশনা

১০ অক্টোবর, ২০১৯ ০৯:১৮ অপরাহ্ণ

কবিতা, শেখ মুজিবুর রহমান

এম..সেলিনা খাতুন 

*******************************

কোটালি পাড়ার টুঙ্গিতে চিরনিদ্রায় তুমি পরম সুখে আছো শায়িত,


চোখ বন্ধ করে বিশ্রামে আছো তুমি কত সুখেতে।

অবিরত পানি ঝরে বাংলার৷মাটিতে,

শ্রদ্ধায় স্নাত বাঙ্গালী আজ দোদুল্যমান শোকে। 

শোকাবহ দিনটিতে অর্ধনমিত বাংলার পতাকা,

তোমার জন্ম দেয়া মানচিত্র আজ ক্ষতবিক্ষত। হায়েনার দল সোনার বাংলাকে করছে কলঙ্কিত,

কাউকে ক্ষমা করবো না সবাই জানাই ধিক।

তোমার শিক্ষা বুকে ধারণ করে আজ নিলাম শপথ,

পরাজয় মেনে না নিয়ে জীবন দিয়ে হয়েছো মহত।

তোমার বলিষ্ঠ কণ্ঠে স্তব্ধ করেছো চিরশত্রুকে,

বাঙালি জাতি খুঁজে পায় তোমার হারানো স্মৃতিতে।

'জাগো বাঙালি জাগো,এগিয়ে চল মানবতার তরে,

তোমার হাতে গড়া অসমাপ্ত বাংলা গড়বো  সবাই।

বাংলাদেশের মানচিত্র ততদিন চির জাগ্রত হয়ে রবে নিরবে,

ডিজিটাল বাংলা ডাকে তোমাকে হাতছানি দিয়ে,

আধুনিকায়ন হবে তোমার দেখা স্বপ্নরূপ হবে বাস্তবায়ন.

তুমি আছো সাহসিক ষোলো কোটি বাঙালির হৃদয়ে. 

আগামি প্রজন্ম জানবে আজীবন রবে তুমি চির অম্লান।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সে যে,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি